সৌদি আরবের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন হার্ভে রেনার্ড। তার তত্ত্বাবধানেই কাতার বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে তাদের প্রথম ম্যাচে হারিয়ে দিয়েছিল সৌদি আরব।
সৌদি অ্যারাবিয়ান ফুটবল ফেডারেশন (এসএএফএফ) মঙ্গলবার জানিয়েছে, রেনার্ড সৌদি আরবের দায়িত্ব ছেড়ে ফ্রান্স জাতীয় নারী দলের দায়িত্ব নিয়েছেন। যারা নারী বিশ্বকাপে খেলতে প্রস্তুতি নিচ্ছে। রেনার্ডের অনুরোধে সৌদি ফুটবল ফেডারেশন রাজি হয়েছে তার চুক্তি ভেঙে তাকে ছেড়ে দিতে।
এ বিষয়ে এক বিবৃতিতে এসএএফএফ জানায়, আইনগতভাবে দুইপক্ষ একমত হয়ে চুক্তি সমাপ্ত করা হয়েছে। সৌদি অ্যারাবিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি ও বোর্ড অব ডিরেক্টরস রেনার্ডের ক্যারিয়ারের উত্তোরোত্তর সাফল্য কামনা করেছেন।
আগামী ২০ জুলাই থেকে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে শুরু হতে যাচ্ছে ফিফা নারী ফুটবল বিশ্বকাপ-২০২৩। এই বিশ্বকাপকে সামনে রেখে নিজ দেশের নারী দলের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয় রেনার্ডকে। তাইতো তিনি সৌদির লোভনীয় পদ ছেড়ে দেন দেশের জন্য।
৫৪ বছর বয়সী রেনার্ড ২০১৯ সালের জুলাই মাসে সৌদি আরবের কোচের দায়িত্ব নেন। তার তত্ত্বাবধানেই বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ২-১ ব্যবধানের ঐতিহাসিক জয় পেয়েছিল গ্রিন ফ্যালকনসরা।
মঙ্গলবার তার তত্ত্বাবধানে বলিভিয়ার বিপক্ষে শেষ ম্যাচ খেলে সৌদি আরব। ওই ম্যাচে তারা ২-১ গোলে হার মানে।
ম্যাচ শেষে রেনার্ড বলেন, ‘গেল চার বছরে সৌদি আরবের সবার কাছ থেকে যে সমর্থন ও সহযোগিতা পেয়েছি সেটার জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি মনে করি দলের জন্য সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। সত্য বলতে, আমি আসলে দলকে আর সামনে নিয়ে যেতে পারছিলাম না। সে কারণেই দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিই। আরও একবার সবাইকে ধন্যবাদ। সৌদি আরবে সময়টা দুর্দান্ত ছিল।’