সারা বাংলা

সৌদি আরবে নিহত শেফায়েত ও মোজাম্মদের বাড়ি মহেশখালীতে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া মোহাম্মদ শেফায়েত ও মোহাম্মদ আসিফের বাড়ি কক্সবাজারের মহেশখালীতে। তারা দুইজন সম্পর্কে খালাতো ভাই।

মোহাম্মদ আসিফ বড় মহেশখালীর পূর্ব ফকিরাঘোনা গ্রামের আহমদ উল্লাহর ছেলে। মোহাম্মদ শাফায়েত উপজেলার বড় ডেইল এলাকার নুরুল ইসলামের ছেলে।

বুধবার (২৯ মার্চ) নিহতদের পারিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, আসিফ ও শাফায়েত সোদি আরবের আল বাহা ডিস্ট্রিকে মেইনটেন্সের কাজ করতেন। তারা দুইজনই কাছাকাছি এলাকায় বসবাস করতেন। পবিত্র রমজান মাস উপলক্ষে আল্লাহর ঘর বায়তুল্লাহ দেখতে এবং পবিত্র ওমরাহ হজ করতে দুই ভাই নিয়ত করেছিলেন। এ কারণে তারা ওমরা হজ করতে মক্কা শরিফের উদ্দেশ্য গত সোমবার বাসে করে রওনা হন তারা। পরে ওই বাসটি ‍দুর্ঘটনায় পড়ে বলে খবর আসে। পরে জানা যাই দুই ভাই মারা গেছেন। এরপর থেকেই মহেশখালীতে নিহতের বাড়িতে শোকের মাতম শুরু হয়। আত্মীয়দের কান্নায় ভাড়ি হয়ে ওঠে চারপাশের পরিবেশ।

পরিবার জানায়, আসিফ ও শাফায়েত লাশ আলবাহা ডিস্ট্রিকের একটি হাসপাতালের হিমঘরে রয়েছে। 

নিহতদের চাচাত ভাই অ্যাডভোকেট নয়ন জানান, লাশ দেশে ফিরিয়ে আনতে সৌদি আরবে থাকা বাংলাদেশ দূতাবাসের সঙ্গে পরিবার দুটি যোগাযোগের চেষ্টা করছে। দূতাবাসের সহায়তা ও পরামর্শে লাশ দেশে আসলে দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

উল্লেখ্য, ২৭ মার্চ সৌদি আরবে স্থানীয় সময় বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে ওমরাহযাত্রীদের বহনকারী একটি বাস আকাবা শার এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। ওই বাসে ৪৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৩৫ জন বাংলাদেশি। দুর্ঘটনায় ২৪ জন মারা যান। নিহতদের মধ্যে ১২ জনই বাংলাদেশি।