প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে আফগানিস্তান। এই সিরিজে বল হাতে বেশি উইকেট না পেলেও বেশ কৃপণ ছিলেন রশিদ খান। বিশেষ করে প্রথম দুই ম্যাচে। আর সেটার পুরস্কার পেয়েছেন তিনি। আইসিসির প্রকাশিত টি-টোয়েন্টি বোলারদের সর্বশেষ র্যাংকিংয়ে তিনি উঠে এসেছেন শীর্ষে। সবশেষ ২০১৮ সালে তিনি শীর্ষে উঠেছিলেন।
এ যাত্রায় তিনি পেছনে ফেলেছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। ৭১০ রেটিং নিয়ে শীর্ষে আছেন রশিদ খান। ৬৯৫ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন হাসারাঙ্গা।
কেবল রশিদ খানই নন, টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন আফগানিস্তানের আরও দুই বোলার। তার মধ্যে ৬৯২ রেটিং নিয়ে ফজল হক ফারুকি আছেন তৃতীয় স্থানে। আর ৬৬৮ রেটিং নিয়ে মুজিব উর রহমান আছেন অষ্টম স্থানে।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪ ওভারে ১৫ রান দিয়ে ১টি উইকেট নেন রশিদ খান। এরপর দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে ১৬ রান দিয়ে নেন আরও একটি। সবশেষ তৃতীয় ম্যাচে ৪ ওভারে ৩১ দিয়ে নেন একটি উইকেট।