জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে ভিডিও আপলোড করার সময় সমস্যার সম্মুখীন হচ্ছেন প্ল্যাটফর্মটির কিছু ব্যবহারকারীরা। দেখা গেছে, ভিডিও পরিষেবা বিভ্রাটের কারণে ভিডিও প্রসেসিং হচ্ছে না।
ইউটিউবে কনটেন্ট আপলোড করার সময় সমস্যার সম্মুখীন হওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও আপলোড ইস্যুর ঘটনা ঘটেছিল।
ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরা বিভ্রান্তিতে রয়েছেন যে, কেন তাদের ভিডিওগুলোর প্রসেসিং সম্পন্ন হচ্ছে না। ইউটিউবে ভিডিও আপলোড করার ক্ষেত্রে প্রথমে ভিডিও আপলোড হয়, এরপর প্রসেসিং হয়, তারপর পাবলিশ হয়। কিন্তু বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেল থেকে অনেকেই তাদের কনটেন্ট ইউটিউবে পাবলিশ করতে পারছেন না।
ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ড ‘প্রসেসিং উইল বিগেইন শর্টলি’ অর্থাৎ ‘প্রসেসিং শিগগির শুরু হবে’ কেবল এই বার্তা দেখাচ্ছে। এই সমস্যার কারণে ভিডিওর ভিজিবিলিটি স্ট্যাটাসও ‘পেন্ডিং’-এ আটকে আছে।
এ ঘটনায় কনটেন্ট ক্রিয়েটররা তাদের হতাশা প্রকাশ করতে টুইটারের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বেছে নিয়েছেন। সমস্যাটি কেবল নিয়মিত ভিডিওর মধ্যেই সীমাবদ্ধ নয়, কিছু ক্রিয়েটর শর্ট কন্টেন্ট আপলোড করার সময়ও সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এই সমস্যার ব্যাপারে ইউটিউব কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি। তবে কেউ কেউ ধারণা করছেন, ইউটিউবের সার্ভার সমস্যার কারণে এমনটা হতে পারে।