সিলেটের ওসমানীনগরে তাজিদ বক্স লিমন (৫২) নামে এক জাতীয় পার্টি নেতা জিলাপির গরম কড়াইয়ে পড়ে গুরুতর দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।
তাজিদ বক্স লিমন ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের নিজ করনসি গ্রামের খিদির বক্সের ছেলে ও উপজেলা জাতীয় পার্টির নেতা।
শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যায় সিলেট পার্ক ভিউ হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছেন মৃত তাজিদ বক্স লিমনের ভাতিজা বাবর বক্স।
হাসপাতাল ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, গত শনিবার (২৫ মার্চ) বিকালে গোয়ালাবাজারের অভিজাত কনফেকশনারী স্বাদের পাশের ছুরাব মিয়ার ঘড়ির দোকানে নিজের ঘড়ি মেরামত করতে দেন তাজিদ বক্স লিমন। এ নিয়ে ইফতারের পূর্ব মুহূর্তে ছুরাবের সাথে লিমনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে পাশে ফুটপাতে বসানো স্বাদের জিলাপি তৈরি করার গরম কড়াইয়ের মধ্যে পরে গুরুতর দগ্ধ হন লিমন। ঘটনার পর পর স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।