খেলাধুলা

সনাৎ জয়াসুরিয়ার ‘সোনালী অতীত’

১৯৯৬ সাল। শ্রীলঙ্কার ক্রিকেটের উত্থানের বছর। ক্রিকেটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে শুরু করা দলটা পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয় ওয়ানডে বিশ্বকাপ জিতে। অস্ট্রেলিয়া, ভারত, ইংল‌্যান্ডের মতো পরাশক্তিতে হারিয়ে অর্জুনা রানাতুঙ্গা, অরভিন্দ ডি সিলভা, সনাৎ জয়াসুরিয়ারা জিতে নেয় শ্রেষ্ঠত্বের মুকুট।

দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন জয়াসুরিয়া। সেবার ম‌্যান অব দ‌্য সিরিজও নির্বাচিত হয়েছিলেন বাঁহাতি ব‌্যাটিং স্পিন অলরাউন্ডার। ব‌্যাটিংয়ে ২২১ রান করেছিলেন। বল হাতে নিয়েছিলেন ৭ উইকেট। তাতে সিরিজ সেরার পুরস্কার হিসেবে পেয়েছিলেন একটি অডি গাড়ি। সেই গাড়িটি এখনও যত্নে রেখেছেন জয়াসুরিয়া।

গতকাল ফেসবুকে এক পোস্টে সেই গাড়ির ওপরে বসে একটি ছবি দেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক। ২৭ বছর আগে যেভাবে সেই গাড়ির ওপর বসেছিলেন, ঠিক সেভাবেই পোজ দেন। পোস্টে সনাৎ জয়াসুরিয়া লিখেছেন, ‘সোনালী অতীত: ১৯৯৬ বিশ্বকাপের ম‌্যান অব দ‌্য সিরজের গাড়ির ২৭ বছর পূর্ণ হলো।’