রাজধানীর বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মচারীদের তালিকা করছে ঢাকা জেলা প্রশাসন।
শনিবার (৮ এপ্রিল) সকাল থেকে মার্কেটের সামনে এনেক্সকো ভবনের উল্টো পাশের একটি বুথ তৈরি করা হয়েছে। সেখানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মচারীরা তালিকায় নিজেদের নাম তুলছেন।
ঢাকা অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজুল আমিন জানান, তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নামের তালিকা সংগ্রহ করছেন। প্রত্যেক ক্ষতিগ্রস্ত কর্মচারী ও ব্যবসায়ীদের কাছ থেকে আইডি কার্ড, লাইসেন্স এবং ব্যবসার রেজিস্ট্রেশন নম্বর দেখে তালিকায় নাম তুলছেন তারা। শনিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। সকল ব্যবসায়ীদের নাম না আসা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
সরেজমিনে দেখা যায়, তালিকায় নিজেদের নাম তুলতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা লাইনে দাঁড়িয়ে আছেন। মাথার ওপরে তপ্ত রোদকে উপেক্ষা করে শত শত ব্যবসায়ী এসেছেন তালিকায় নিজেদের নাম তুলতে।
বিপদের এই দিনে সরকারি সহায়তা পেলে কিছুটা হলেও উঠে দাঁড়াতে পারবেন বলে আশা ব্যবসায়ীদের।
উল্লেখ্য, মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ৪৮টি ইউনিটের প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টায় বেলা ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর শুক্রবার (৭ এপ্রিল) সকালে আগুন সম্পূর্ণভাবে নির্বাপনের ঘোষণা দেয় ফায়ার সার্ভিস।
আগুনে বঙ্গবাজার এলাকার মোট সাতটি মার্কেট পুড়ে গেছে। এর মধ্যে চারটি পুরোপুরি ও তিনটি আংশিক। মার্কেটগুলো হলো-বঙ্গ ইসলামীয়া মার্কেট, বঙ্গ হোমিও কমপ্লেক্স, বঙ্গবাজার মার্কেট, এনেক্সকো টাওয়ার, মহানগর শপিং কম্প্লেক্স, আদর্শ মার্কেট, গুলিস্তান মার্কেট।