সারা বাংলা

চুরি হয়ে যাচ্ছে দাদা ম্যাচ ফ্যাক্টরির মালামাল, ভাগাভাগি দ্বন্দ্বে খুন

খুলনার পরিত্যক্ত দাদা ম্যাচ ফ্যাক্টরির মালামাল চুরির অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে স্বপন (৩০) নামে একজন নিহত হয়েছেন।

রোববার (৯ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে দাদা ম্যাচ ফ্যাক্টরির ভিতরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়। 

নিহত স্বপন রূপসা বেড়িবাঁধ এলাকার বাসিন্দা গোলাম মোস্তফা ব্যাপারীর ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন রূপসা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল কুমার সরকার।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন বন্ধ থাকা দাদা ম্যাচ ফ্যাক্টরির পরিত্যক্ত মালামাল চুরিকে কেন্দ্র করে স্বপন গ্রুপ ও হোসেন গ্রুপের মধ্য বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। রাতে তারা চোরাই মালামাল বিক্রির অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। হোসেন গ্রুপের দুর্বৃত্তরা স্বপনকে ছুরিকাঘাত করে হত্যা করে। রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন বলেন, হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।