চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। সোমবার (১৭ এপ্রিল) বেলা ৩টার দিকে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র তাপদাহে জনজীবন স্থবির হয়ে পড়ছে। অতি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। আর এর মধ্যে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। প্রচণ্ড গরমে ঘরে থাকা দায় হয়ে পড়েছে, এর ওপর লোডশেডিংয়ের মাত্রা বেড়ে যাওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া কর্মকর্তা জামিনুর রহমান বলেন, ‘চুয়াডাঙ্গায় সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। বেলা ১২টায় তা বেড়ে দাঁড়ায় ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস। আর বেলা ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস।’
এদিকে, বৈরী আবহাওয়ায় জেলার প্রায় সব হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বরসহ নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসকরা রোগী সামলাতে হিমসিম খাচ্ছেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহাবুবুর রহমান বৈরী আবহাওয়ায় শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন।