খেলাধুলা

৬ বিশেষজ্ঞ ব্যাটসম্যান নিয়ে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল স্কোয়াড

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য মঙ্গলবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত।

৬ বিশেষজ্ঞ ব্যাটসম্যান নিয়ে ভারত ফাইনালের স্কোয়াড সাজিয়েছে। দলে ফিরেছেন আজিঙ্কা রাহানে। ২০২২ সালের জানুয়ারিতে সবশেষ টেস্ট খেলেছিলেন রাহানে। এরপর দল থেকে জায়গা হারান। সম্প্রতি দারুণ ফর্মে থাকায় তাকে আবার ফিরিয়েছে ভারত। 

রোহিত শর্মাকে নিয়ে সাজানো স্কোয়াডে বাকি ব্যাটসম্যানরা হলেন শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, লোকেশ রাহুল ও আজিঙ্কা রাহানে। এছাড়া স্কোয়াডে তেমন পরিবর্তন নেই। ভারত কেবল একমাত্র উইকেট রক্ষক ব্যাটসম্যান। প্রয়োজনে রাহুল উইকেট কিপিং করতে পারবেন। অশ্বিন, জাদেজা, অক্ষর রয়েছেন স্কোয়াডে। পেস আক্রমণে সামি, সিরাজের সঙ্গে উমেশ ও উনাদকাট আছেন। 

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ৭ থেকে ১১ জুন ইংল্যান্ডের ওভালে অনুষ্ঠিত হবে। ১২ জুন রিজার্ভ ডে রাখা হয়েছে। 

ভারত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, শ্রীকার ভারত (উইকেট রক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্রর জাদেজা, অক্ষর পাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব ও জয়দেব উনাদকাট।