সারা বাংলা

কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলো আ. লীগ কর্মীরা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ার কাজ শুরু করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। 

বুধবার (২৬ এপ্রিল) উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধানের নেতৃত্বে ১২০ জন নেতাকর্মী কৃষকের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চাঁদপুর সিংগা গ্রামের সাহেদা বেগম নামের এক নারী কৃষকের ৩৩ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন নেতাকর্মীরা।

ধান কাটার এই কার্যক্রমে অন্যান্যদের মধ্যে অংশ নেন- গাইবান্ধা জেলা যুবলীগের সহ-সম্পাদক কায়সার আলী সুমন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু, গোবিন্দগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম মিন্টু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক শফিউল আলম হিরু, হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুন্নবী ডিপটি প্রমুখ।

কৃষক সাহেদা বেগম বলেন, আমার মাত্র ৩৩ শতক জমির ধান পেকেছে। কিন্তু ধান কাটার কোনো শ্রমিক পাচ্ছি না। তাছাড়া শ্রমিকের খরচও বেশি। গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এই খবর জানতে পেরে নেতাকর্মীদের মধ্যেমে আমার ধান কেটে দিয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এভাবে সাধারণ কৃষকের ধান কেটে দিলে অনেক কৃষক উপকৃত হবে। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাড়া দিয়ে কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। ধান কাটার পুরো মৌসুমে আমরা কৃষকদের পাশে থাকবো। যেখানেই শুনবো কৃষকরা শ্রমিক সঙ্কটে ধান কাটতে পারছেন না, সেখানেই আমরা উপস্থিত হবো।

শ্রমিক ও আর্থিক সংকটের কারণে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন অনেক কৃষক। এ অবস্থায় দলীয় নেতাকর্মীদের কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আহ্বানে সাড়া দিয়ে সারাদেশের ন্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ধান কেটে কৃষকের ঘরে তুলে দিতে সাহায্য করছেন।