ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে সংগীতশিল্পী ইলিয়াস হোসেনের দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম জুলফিকার হায়াতের আদালত ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের নিয়ে বিরূপ মন্তব্য করার মামলাটি চার্জশিট গ্রহণের জন্য ধার্য ছিল। তবে আদালত নুরের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে গ্রহণ না করে তাকে অব্যাহতি দিয়ে মামলা খারিজের আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম শামীম মামলা খারিজের বিষয়টি নিশ্চিত করেন।
২০২১ সালের ১৯ এপ্রিল সংগীতশিল্পী ইলিয়াস হোসেন রাজধানীর পল্টন থানায় নুরের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক মুহাম্মদ সাইফুল ইসলাম সম্প্রতি এ মামলায় নুরকে অভিযুক্ত করে সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন।
চার্জশিটে নুরকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। এরপর মামলাটি বিচারের জন্য সিএমএম আদালত থেকে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বদলির আদেশ দেওয়া হয়।