শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দরে মে দিবস পালিত হয়েছে।
সোমবার (১ মে) সকাল সাড়ে ১০টার দিকে দিবসটি উপলক্ষে স্থলবন্দরের চারামাথা মোড়ে জাতীয় পতকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে একটি র্যালি বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
হাকিমপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোর্শেদের সভাপতিত্বে হিলির চারমাথা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা- শ্রমিকদের নায্য মজুরি বাস্তবায়ন ও শ্রম আইন বাস্তবায়নের দাবি জানান।