সারা বাংলা

মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে নারীর মৃত্যু

মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে নারীর মৃত্যু

ফরিদপুরের চরভদ্রাসনে বজ্রপাতে আকলিমা বেগম (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। বুধবার (৩ মে) দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের পশ্চিম চর শালেপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আকলিমা বেগম একই গ্রামের কৃষক আলী খানের স্ত্রী। হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বৃষ্টির সময় মাঠে গরু আনতে গিয়েছেন আকলিমা বেগম। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল করেছে।’