ফরিদপুরের চরভদ্রাসনে বজ্রপাতে আকলিমা বেগম (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। বুধবার (৩ মে) দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের পশ্চিম চর শালেপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আকলিমা বেগম একই গ্রামের কৃষক আলী খানের স্ত্রী। হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বৃষ্টির সময় মাঠে গরু আনতে গিয়েছেন আকলিমা বেগম। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল করেছে।’