কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনকে (৪০) হত্যার ৭ দিন পর রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (৭মে) সকালে কুমিল্লা নগরীর শাকতলা র্যাব-১১ কার্যালয়ে সাংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১১-এর লে. কর্ণেল অধিনায়ক মো. তানভীর মাহমুদ পাশা।
গ্রেপ্তারকৃতরা হলেন- তিতাস উপজেলার জিয়ারকান্দির এলাকায় খুরশিদ মিয়ার ছেলে মো.ইসমাইল, একই উপজেলার মনাইরকান্দি এলাকার মো. আক্তার হোসেন শিকদারের ছেলে সোহেল শিকাদার, দাউদকান্দি উপজেলা গোপচর এলাকার মৃত বজলুল রহমানের ছেলে শাহ আলম ( পা কাটা আলম)। এক আসামি পুলিশের হেফাজতে রয়েছেন।
লে. কর্ণেল তানভীর মাহমুদ বলেন, গত ৩০ এপ্রিল রাতে কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন গৌরীপুর পশ্চিম বাজার সংলগ্ন মসজিদের সামনে জামাল হোসেনকে (৪৫) বোরকা পরিহিত সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় জামালকে উদ্ধার করে স্থানীয় লোকজন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেই জামাল মারা যান।
তিনি আরও জানান, গতকাল শনিবার পুলিশ ও র্যাব পৃথক অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলার আগ্রাবাদ এলাকা, ঢাকা জেলার রায়েরবাগ ও কালশী ও মিরপুর থেকে আসামিদের গ্রেপ্তার করে।
মামলার আসামি সুজন ও বাদল দুবাইতে, শাকিল ভারতে, অলি হাসান সৌদি আরবে, কালা মনির আত্মগোপনে রয়েছেন। তাদের দেশে ফেরাতে ও গ্রেপ্তারে ইন্টারপোলের সহযোগীতা চাওয়া হবে ।এছাড়া গ্রেপ্তার আসামিদের দাউদকান্দি থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।
প্রসঙ্গত, গত রোববার রাত ৮টার দিকে গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাঁ এলাকায় সন্ত্রাসীরা গুলি চালায়। এতে জামাল হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মোয়াজ্জেম আহমেদ তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহত জামালের স্ত্রী বাদী হয়ে দাউদকান্দি থানায় মামলা করেন।