গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল আজ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে একজন মেয়র প্রার্থী ও ৩৬ জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
সোমবার (৮ মে) দুপুরে স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল্লাহ-আল মামুন মণ্ডল তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এ সময় তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আজমত উল্লা খানকে সমর্থন করবেন বলে জানান। এখন মেয়র পদে এখন ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
এছাড়া, ৩৬ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় ৫৭টি ওয়ার্ডে এখন কাউন্সিলর প্রার্থী রয়েছেন ২৩৯ জন। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় মোট প্রার্থী রয়ে গেছেন ৭৭ জন।
গাজীপুর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ‘মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে একজন মেয়র প্রার্থী ও ৩৬ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। আগামীকাল তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।’
উল্লেখ্য, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ১৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে শ্রমিক দল নেতা ফয়সাল আহমেদ সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।