সারা বাংলা

ঘূর্ণিঝড় মোখা: পটুয়াখালীতে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।

রোববার (১৪ মে) দুপুরে এটি পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড় মোখার কারণে পায়রা সমুদ্র বন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এছাড়া, সকল মাছধরার ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

মোখার প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। জেলায় সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বৃদ্ধি পেয়েছে বাতাসের চাপ।

জানা যায়, মোখা মোকাবিলায় জেলায় ৭০৩টি সাইক্লোন শেল্টার, ২৬টি মুজিব কিল্লা ও ৭৬টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া, পর্যাপ্ত শুকনা খাবারের মজুদ রাখা হয়েছে।

পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, ‘ঘূর্ণিঝড় মোখা উপকূল অতিক্রম করতে শুরু করেছে। সন্ধ্যা নাগাদ এটি আঘাত হানতে পারে।’