জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পদক-২০২৩ পদকে ভূষিত হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
রোববার (২১ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃক অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে এ পদক প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে বলে বিএসএমএমইউর জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রোববার বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখ দে বিষয়টি নিশ্চিত করেন বলে জানানো হয়।
জাতীয় কবির স্মৃতি সংরক্ষণ, পরিচর্চা ও জাতীয় কবিকে স্মরণে রাখার উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের কেবিন-১১৭ কে নজরুল ইসলাম স্মৃতিকক্ষ হিসেবে রূপদান করেন। এই কক্ষেই জাতীয় কবি তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।