বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু পুলিশকে উদ্দেশ্য করে বলেছেন, ‘সরকারের পায়ের তলায় এখন মাটি নেই। অতএব আপনারা নিরবে থাকুন। আর যদি রাজনীতি করতে হয়, তাহলে পুলিশের পোশাক খুলে রাজনীতি করতে পারেন। মনে রাখবেন জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়।’
শুক্রবার (২৬ মে) বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা বিএনপির সম্মেলন ও অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুল হাবিব দুলু বলেন, ‘ওবায়দুল কাদের খেলার আহ্বান জানালেও শেখ হাসিনা খেলতে চান না। তিনি বুঝতে পেরেছেন তাদের পতন অনিবার্য। ইতোমধ্যে দেশের জনগণের পাশাপাশি বিশ্ব নেতারাও শেখ হাসিনাকে বয়কট করেছেন।’
ফুলছড়ি উপজেলার গলাকাটি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন- উপজেলা বিএনপির আহবায়ক সাদেকুল ইসলাম নান্নু। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন- জাতীয় নির্বাহী কমিটি সহ-সাংগঠনিক (রংপুর বিভাগ) সম্পাদক আব্দুল খালেক, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক, সহ-সভাপতি ফারুক আলম সরকার, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, যুবদল কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান, গাইবান্ধা জেলা বিএনপির সদস্য নাজেমুল ইসলাম নয়ন, মইনুল ইসলাম শামীম প্রমুখ।