সারা বাংলা

ফরিদপুরে নির্মাণাধীন সেতুর মাটি ধসে ৩ শ্রমিকের মৃত্যু

ফরিদপুরের সদরপুরে নির্মাণাধীন সেতুর ধসে পড়া মাটির নিচে চাপা পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার (৩১ মে) দুপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের জমাদ্দার ডাঙ্গী গ্রামের আমিরাবাদ-কারিরহাট সড়কে ঘটনাটি ঘটে।

মারা যাওয়া শ্রমিকরা হলেন-  বাড়েরহাটের মোল্লারহাটের জাবেদ (২৯), ফরিদপুর সদরের ফকিরপুরের অন্তর (২৭) ও কৈজুরী এলাকার জুলহাস (২৮)। 

আহত শ্রমিকের নাম নজরুল শেখ (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলজিইডির অর্থায়নে প্রায় পৌনে পাঁচ কোটি টাকা ব্যয়ে ইমতিয়াজ আসিফ কনস্ট্রাকশনের তত্ত্বাবধানে সেতু নির্মাণ কাজ চলছে। শ্রমিকেরা সেতুর নিচের অংশের পাইলিংয়ের কাজ করার সময় একপাশের মাটি ধসে পড়ে।  এসময় মাটির নিচে চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে। পরে সদরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা  প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তিন শ্রমিকের লাশ উদ্ধার করে। তারা একজনকে জীবিত উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে ঠিকাদার ইমতিয়াজ আসিফের বক্তব্য জানতে তার মোবাইলে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায়নি।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, মাটিচাপা পড়ে ঘটনাস্থলে তিন শ্রমিক মারা গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান মাহমুদ রাসেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।