সাতসতেরো

আদার ঝাঁঝ

জানেন দাদা, চেনা আদা ছড়াচ্ছে কি ঝাঁঝ? হঠাৎ করেই ওটার কেজি- পাঁচ’শ টাকা আজ!

ক’দিন আগেও আশি টাকা- হঠাৎ কী যে হলো। দামে আগুন, অর্ধ হাজার চলছে প্রতি কিলো!

দামের এমন লম্ফ দেখে কাঁপছে গা থরথর। আদার ঝাঁঝে চোখে পানি- বইছে গায়ে জ্বর।

আজ জাহাজের নিচ্ছে খবর যে ব্যাপারী আদার। যদু-মধু নয়, তারা আজ অর্থ-কড়ির আধার।

পেঁয়াজ হয়ে, রসুন হয়ে- ফর্মে এখন আদা। এমন খবর শুনেও সুখে দিব্যি ঘুমায় গাধা।