সারা বাংলা

৪০ ডিগ্রি তাপে নাকাল রংপুরবাসী

৪০ ডিগ্রি তাপে নাকাল রংপুরবাসী

তীব্র গরমে পুড়ছে দেশের উত্তরাঞ্চল। গত কয়েক দিনের টানা তাপদাহে অতিষ্ঠ রংপুরের জনজীবন। এ অঞ্চলে আবহাওয়ার পারত উঠানামা করছে ৪০ ডিগ্রি সেলিসিয়াসের মধ্যে। গরমের এই তীব্রতায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউেই। তবে রিকশা চালকসহ খেটে খাওয়া মানুষরা জীবিকার তাগিতে বের হলেও ঘুরে ফিরেছেন ছায়াতলে। আগামী এক সপ্তাহ এই গরম থেকে স্বস্তির কোনো আভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২ জুন) দুপুর ২টার দিকে রংপুর নগরীর স্টেশন, আনসারি মোড়, শাপলা এলাকা ঘুরে দেখা গেছে, তীব্র গরমে পথঘাট অনেকটাই ফাঁকা। তবে, কেউ কেউ জীবিকার তাগিদে শ্রম দিয়ে যাচ্ছেন অসহ্য গরমে শরীর ভিজিয়ে।

আজ দুপুরে রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এসময় বিভাগের দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৪১ ডিগ্রি সেলসিয়াস।

রংপুরের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, সকালে সূর্যের আলো ফুটতেই গরম শুরু হয়। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গরমের তীব্রতাও বাড়তে থাকে। সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত অসহ্য গরম থাকে। সন্ধ্যার পর গুমোট হয়ে ওঠে পরিবেশ, রাতেও ভ্যাপসা গরম থাকে। এছাড়া বিদ্যুতের সমস্যাতো রয়েছেই। অনেকে তাপদাহ থেকে বাঁচতে দিনে দুই থেকে তিনবার পর্যন্ত গোসল করছেন।

নগরীর আনসারী মোড় এলাকার রিকশা চালক ভুপেন নাথ বলেন, ‘গরমে রিকশা চালিয়ে যাওয়ার সময় মনে হয় মাথার মগজ সিদ্ধ হয়ে যাচ্ছে। আগের তুলনায় যাত্রী সংখ্যাও অনেক কম। তাই গাছের বসে শরীরটাকে আরাম দিচ্ছি।’

স্টেশন এলাকার শ্রমিক নাদিম বলেন, ‘ভাই আমরা পেশাদার লেবার। সহজে কাবু হই না। কিন্তু গত কয়েক দিনের গরমে কাবু হয়ে গেছি। এই আবহাওয়া আর দুই একদিন থাকলে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে।’

রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন, ‘গত কয়েকদিন ধরে তাপমাত্রা বেড়েছে। আগামী এক সপ্তাহ একই অবস্থায় থাকবে। এসময় অতি প্রয়োজন ছাড়া দিনের বেলায় বাইরে বের না হওয়ার পরামর্শও দেওয়া হচ্ছে।’