সারা বাংলা

বজ্রপাতে কিশোরের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বজ্রপাতে শ্রাবণ মিয়া (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নে ঘটনাটি ঘটে।

মারা যাওয়া শ্রাবণ বিদ‍্যাকুট কালাগাজী বাড়ির সোরাব মিয়ার ছেলে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার জানান, বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।  এ বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে।