রাজনীতি

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন মির্জা ফখরুল

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন মির্জা ফখরুল

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এ বৈঠক হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেছেন, এখন এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারব না। খোঁজ নিয়ে বিস্তারিত জানাবো।

বিএনপির এক বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দুপুর ১টা ২০ মিনিটের দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাই পিটার হাসের বাসায় যান। দুপুর ২টার পর তিনি ওই বাসা থেকে বের হন। 

তবে বৈঠকে কী কী বিষয়ে আলাপ হয়েছে, সে ব্যাপারে কিছু জানাতে পারেনি ওই সূত্র।