অর্থনীতি

এমারেল্ড অয়েলের ৫ শতাংশ অন্তবর্তী লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে খাদ‌্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য অন্তবর্তীকালীন ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ‌্যাংশ। ফলে শেয়ারপ্রতি ০.৫০ টাকা করে লভ্যাংশ পাবেন বিনিয়োগকারীরা।

২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই  অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর এক সপ্তাহ আগে গত ১ জুন টানা পাঁচ বছর লোকসানে থাকার পর জুলাই, ২০২১ থেকে জুন, ২০২২ পর্যন্ত সমাপ্ত বছরের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির কর্তৃপক্ষ।

তথ্য মতে, জুলাই ২০২২ থেকে জুলাই থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সমাপ্ত তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন কর-পরবর্তী মুনাফা করেছে ৫ কোটি ২০ লাখ টাকা। তাতে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দাঁড়িয়েছে ০.৫৮ টাকা।

কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ২৬ জুন নির্ধারণ করা হয়েছে।