খেলাধুলা

হেড-স্মিথের প্রতিরোধের পর ৪৬৯ রানে অলআউট অস্ট্রেলিয়া

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ৪৬৯ রান সংগ্রহ করেছে। আর সেটা সম্ভব হয় ত্রাভিস হেড ও স্টিভেন স্মিথের ব্যাটিং দৃঢ়তায়।

নিরপেক্ষ ভেন্যু ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ৭৬ রানের ৩ উইকেট হারিয়ে বসে অজিরা। সেখান থেকে দুর্দান্ত এক প্রতিরোধ গড়েন স্টিভেন স্মিথ ও ত্রাভিস হেড। আর কোনো উইকেট না হারিয়ে ৩২৭ রান তুলে প্রথম দিন শেষ করেন।

দ্বিতীয় দিনেও দারুণ ব্যাটিং করেন তারা দুজন। চতুর্থ উইকেট জুটিতে দলীয় সংগ্রহে ২৮৫ রান যোগ করেন। এরপর হেড ২৫টি চার ও ১ ছক্কায়  ১৬৩ রান করে আউট হন। আর স্মিথ আউট হন ১৯ চারে ১২১ রান করে। তাদের পর আলেক্স ক্যারি ৭ চার ও ১ ছক্কায় ৪৮ রানের ক্যামিও ইনিংস খেলেন। এরপর অবশ্য আর কেউ সুবিধা করতে পারেননি। তাতে ১২১.৩ ওভারে ৪৬৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

বল হাতে ভারতের মোহাম্মদ সিরাজ ৪টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন মোহাম্মদ শামি ও শার্দুল ঠাকুর। ১টি উইকেট নেন রবীন্দ্র জাদেজা।