সারা বাংলা

ইস্টার্ন রিফাইনারিতে ক্রেন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ইস্টার্ন রিফাইনারিতে ক্রেন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে ক্রেন থেকে পড়ে জসীম উদ্দিন(৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে চট্টগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন বলেন, ‘ইস্টার্ন রিফাইনারিতে অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন জসীম। দুপুরে ক্রেনের ওপরে কাজ করার সময় হঠাৎ মাথা ঘুরে নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’