রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবনে ক্রেনের রশি ছিঁড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন—মো. জাফর (৫০), মিজান (৩২) ও মো.মোস্তফা (৪২)। ওই ঘটনায় গুরুতর আহত দুই শ্রমিককে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
শনিবার (২৪ জুন) বিকেলে ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুর রহমান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, শনিবার দুপুরে ডেমরার নয়াপাড়া নূর মসজিদ এলাকায় নির্মাণাধীন ভবনে ঢালাইয়ের উপকরণ সিমেন্ট, বালুসহ মালামাল ক্রেনের সাহায্যে ওপরে ওঠানো হচ্ছিল। এসব উপকরণ নিয়ে যখন মাঝপথে যায়, তখন রশি ছিঁড়ে ক্রেনটি নিচে পড়ে যায়। তখন সেটি ভবনের নিচে থাকা শ্রমিকের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এ বিষয়ে তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।