টাঙ্গাইল জেলা সদর বধ্যভূমি মাঠে অনুষ্ঠিত হয়েছে ঘুড়ি উৎসব। শনিবার (২৪ জুন) বিকেলে বেসরকারি সংগঠন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুয়র (ডরপ) সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন জাতীয় সংসদে দ্রুত পাস করার দাবি জোরদারে জনসচেতনতায় এই উৎসবের আয়োজন করা হয়।
ডরপ-এর নির্বাহী উপদেষ্টা ও সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা আজহার আলী তালুকদারের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল হাশেম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
পরে সংগঠনের তামাক বিরোধী যুব ফোরাম ও জেলা বিড়ি শ্রমিক ফেডারেশন এবং স্থানীয় বাসিন্দারা ঘুড়ি উৎসবে অংশ নেন।