নাটোরে নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের রামশার কাজীপুর পূর্বপাড়া গ্রামে ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খননের অপরাধে ইদ্রিস আলী ভুট্টো নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৫ জুন) দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়। সাজাপ্রাপ্ত ইদ্রিস আলী ভুট্টো উপজেলার রামশার কাজীপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজিনা আক্তার বলেন, ‘সরকারি নির্দেশ ছাড়া অবৈধভাবে পুকুর খনন করে আবাদি জমি নষ্ট করার দায়ে তাকে এ সাজা দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’