সারা বাংলা

সুগন্ধায় নিখোঁজদের সন্ধানে আজও অভিযান 

ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ তিন জনের সন্ধানে আজও অভিযান চলছে। 

সোমবার (৩ জুলাই) সকাল থেকে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়। এতে অংশ নেয় বরিশালের ফায়ার সার্ভিস, কোস্টগার্ডের ও বিআইডব্লিউটিএ এর উদ্ধারকারী জাহাজ ‘নির্ভিক’। 

নিখাঁজদের স্বজনরা অপেক্ষায় আছেন নদী তীরে। ঝালকাঠির সুগন্ধা নদীতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২ থেকে ১১ লাখ লিটার তেলের মধ্যে ছয় লাখ লিটার পেট্রোল ও ডিজেল উদ্ধার করা হয়েছে। 

আরও পড়ুন: তেলবাহী জাহাজে বিস্ফোরণ: নিখোঁজদের উদ্ধারে অভিযান

গত বুধবার সাগর নন্দিনি-২ নামের জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর তীরে তেলের ডিপুতে তেল খালাস করা জন্য ১১ লাখ লিটার পেট্রোল ও ডিজেল ভর্তি করে আসে। জাহাজটি নোঙর করা অবস্থায় নদীর অপর প্রান্তে ১ জুলাই শনিবার দুপুর ২টার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন লাগে। আগুনে দগ্ধ হন চার জন। নিখোঁজ হন চার জন। এরমধ‌্যে রোববার একজনের মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিনকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।