পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ইলেকট্রিক টোল কালেকশন সিস্টেম (ইটিসিএস) শুরু হয়েছে।
বুধবার (৫ মে) সকাল থেকে পদ্মা সেতুর দুই প্রান্তে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন আরএফআইডি পদ্ধতিতে একটি করে বুথে টোল আদায় শুরু হয়।
এতে রেজিস্ট্রেশন করা যেকোনো যানবাহন টোল প্লাজার সামনে আসলেই রোবটিক ক্যামেরার মাধ্যমে যানবাহন শনাক্ত করে অটোমেটিক টোল আদায় করা হবে।
সেতু মন্ত্রণালয়ের সচিব মো. মনজুর এ কার্যক্রম শুরু করে জানান, বুধবার সকাল থেকে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে। এতে পদ্মা সেতুতে টোল আদায় আরও দ্রুত ও সহজ হবে। আপাতত এই টোল আদায় কার্যক্রম পরীক্ষামূলকভাবে চলবে।