খেলাধুলা

টি-টোয়েন্টির আড়ালে রশিদের ভাবনায় ‘বড়’ কিছু

টিম হোটেলে আফগানিস্তান ক্রিকেট দলের সংশ্লিষ্ট একজন বলছিলেন, ‘তারা যে ধরণের সুযোগ-সুবিধা পায়, আর তারা যেভাবে ক্রিকেট নিয়ে ভাবে, কাজ করে সেটা অকল্পনীয়।’

বৃষ্টিভেজা দিন বৃহস্পতিবার (১৩ জুলাই) সিলেটে টি-টোয়েন্টি সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক রশিদ খান যেন সেই কথার যথার্থতা প্রমাণ করলেন। দলের জয়ের চেয়েও তার কাছে গুরুত্বপূর্ণ হলো ঠিকঠাক প্রস্তুতি নেওয়া এবং মাঠে শতভাগ দেওয়া।

আগামীকাল শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। শেষ ম্যাচটি হবে ১৬ জুলাই। দুই ম্যাচের এই সিরিজকেও যেন তারা প্রস্তুতি হিসেবে নিচ্ছেন। যেন আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে নিজেদের সেরাটা নিংড়ে দিতে পারেন ভাবনায় শুধু সেটি।

‘এটা (ওয়ানডে সিরিজ জয়) ভালো সুবিধা। আমরা মাত্রই একটি সিরিজ জিতেছি। চার বছর আগে আমরা একটি টেস্ট ম্যাচ জিতেছি এখানে। যেটা আমাদের দলের অন্যতম অর্জন ছিল। ভালো বিষয়টি হচ্ছে আমরা এশিয়া কাপ, বিশ্বকাপের ভালো প্রস্তুতি নিচ্ছি। আমরা ভালো প্রস্তুতি নিচ্ছি এবং সিরিজও জিতেছি। এটা ভালো কিন্তু আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপে এই ধারাটা ধরে রাখতে হবে। সেরেটা দিতে হবে।’

টি-টোয়েন্টি সিরিজের আড়ালে রশিদরা যে মূলত এশিয়া কাপ-বিশ্ব কাপ নিয়ে ভাবছেন সেটা উপরের এ কথাতেই স্পষ্ট।

‘আমরা তাদের বিপক্ষে এশিয়া কাপে খেলবো। আমরা তাদের সম্পর্কে জানি, তারা জানে তাদের কী করতে হবে। কিন্তু এটা দারুণ প্রতিযোগিতামূলক হবে, খেলা দেখায় আনন্দ হবে’ -আরও যোগ করেন রশিদ খান।

সিরিজ জয়ের পর ওয়ানডে অধিনায়ক হাশমতুল্লাহ শহিদি বলেছিলেন তারা পরিশ্রমের পুরস্কার পেয়েছেন। টেস্ট খেলে ঈদ আনন্দ বিসর্জন দিয়ে তারা আবুধাবিতে ক্যাম্প করেন। আবুধাবি থেকে পুনরায় বাংলাদেশে এসে ওয়ানডে সিরিজে নামেন। এই সফরেও বৃষ্টির কারণ ছাড়া একটি দিনও আফগানরা হোটেলে বিশ্রাম করে কাটায়নি। সিরিজ জয়ের পরও তারা প্রস্তুতি নিয়েছে দারুণভাবে। সিলেটে এসেও বসে নেই। বৃষ্টির লুকোচুরি দিনে নিজেদের প্রস্তুতিটা ঠিকই সেরে নিচ্ছে।

সিরিজের ফল কি হতে পারে? দার্শনিকের মতো রশিদ জানিয়ে দিলেন তিনি ফল নিয়ে ভাবেন না, ‘আমি দলীয়ভাবে চিন্তা করি। আমাদের জন্য এটি প্রস্তুতি। আমার কথা বলতে গেলে, আমি ফল নিয়ে চিন্তা করি না। এই বার্তা স্পষ্টভাবে দেওয়া হয়েছে। জিততে হবে এমন কিছু ঠিক করে দেওয়া যাবে না। আমার কাছে, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রস্তুতি এবং বোলিং, ব্যাটিং কিংবা ফিল্ডিং যেটাই হোক তা শতভাগ দেওয়া।’

চলতি বছর এশিয়া কাপ ও বিশ্বকাপ নয় শুধু, আফগান টি-টোয়েটি অধিনায়কের ভাবনায় আছে পরবর্তী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কথাও। দলীয়ভাবে আমাদের নজর হচ্ছে দিনে দিনে উন্নতি করা। এটা ভিন্ন কন্ডিশন এবং স্পিন উইকেটের প্রত্যাশা করছি। আমাদের কাছে পরবর্তী বছর বিশ্বকাপের প্রস্তুতি স্বরূপ। এটাই আমাদের নজরে থাকবে। যেকোনো দিন আমরা সংগ্রাম করতে পারি কিন্ত আমাদের দিনে দিনে উন্নতি করতে হবে।’