ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এসময় এডিস মশা ও লার্ভা পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৫ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন রাসিকের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান।
খোঁজ নিয়ে জানা গেছে, আজ নগর ভবন থেকে স্টেশন ভাংড়িপট্টি হয়ে পদ্মা আবাাসিক, উপরভদ্র হয়ে দড়িখড়বনা, উপশহর সড়ক হয়ে আবার নগর ভবন পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে অভিযান চালানো হয়। এডিস মশা ও মশার লার্ভা পাওয়ায় পদ্মা আবাসিক এলাকার আদ দ্বীন প্রোপ্রাটিজ এবং বাবুল ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখার দায়ে তিনজনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের জেলা কিটতত্ববিদ উম্মে হাবিবা, কিটতত্বীয় টেকনিশিয়ান মো. আব্দুল বারী, রাসিকের উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, মশক কর্মকর্তা (মনিটরিং) সৈয়দ জুবায়ের হোসেন মুন, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশুসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।