শিক্ষা

‘প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার কোনো পরিকল্পনা নেই’

‘প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার কোনো পরিকল্পনা নেই’

সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (১৯ জুলাই) মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ ঘূর্ণিঝড় মোখা, বন্যা ও তীব্র দাবদাহের কারণে ইতিমধ্যে একাধিকবার বন্ধ ছিলো। এতে করে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, সেটা দূর করতে নিরবচ্ছিন্ন পাঠদান প্রয়োজন।

তাই এ মুহূর্তে স্কুল বন্ধ রাখার কোনো পরিকল্পনা নেই। পরবর্তীতে এ ধরনের কোনো সিদ্ধান্ত হলে তা জানানো হবে।