আগামী ২ আগস্ট রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় সমাবেশে ভাষন দেওয়ার কথা আছে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সেই সমাবেশকে সফল করতে বিশেষ বর্ধিত সভা করেছে রংপুর জেলা ও মহানগর আওয়ামীলীগ।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে রংপুর জেলা শিল্পকলা অডিটরিয়ামে এই বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
তথ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, রংপুরে প্রধানমন্ত্রীর সমাবেশকে জনসমুদ্রে পরিণত করবো। তাই এই সমাবেশ সফল করতে বিভাগের প্রত্যেকটি উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ডে বর্ণাঢ্য প্রচারণায় নেমে পড়তে নেতাকর্মীদের নির্দেশ দেন মন্ত্রী। একইসঙ্গে এই বিভাগে কী কী উন্নয়ন হয়েছে, সেটিও জনগণের মাঝে প্রচারণায় তুলে ধরতে হবে। জেলার প্রতিটি ওয়ার্ডে প্রচারণায় কর্মীদের মধ্যে জাগরণ তুলতে নেতাদের অনন্য ভূমিকা রাখতেও নির্দেশ দেন তিনি।
বিএনপির কর্মসূচির বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, আন্দোলন কর্মসূচির নামে বিএনপি দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। তারা শান্তি কর্মসূচির নাম দিয়ে সেটিতে সীমাবদ্ধ থাকবে না। তারা দেশে একটি সাংবিধানিক সংকট তৈরি করতে চায়। বাংলাদেশের মানুষ সেটি হতে দিবে না।
বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য হোসনেয়ারা লুৎফা ডালিয়া, সফুরা বেগম রুমিসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।
এছাড়াও উক্ত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি, সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি, শিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপিসহ রংপুর বিভাগের বিভিন্ন আসনের সংসদ সদস্যরা।
এছাড়াও রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম শায়েদাত হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।