সারা বাংলা

ঝালকাঠিতে বাস দুর্ঘটনা: চালকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় বাস দুর্ঘটনায় ১৭ যাত্রী নিহতের ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে।

রোববার (২৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঝালকাঠি সদর থানার এসআই সুশংকর মল্লিক বাদি হয়ে মামলা করেন।  মামলায় দুর্ঘটনা কবলিত বাশার স্মৃতি   পরিবহনের   চালক,   সুপারভাইজার ও হেলপারকে আসামি করা হয়েছে। 

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরউদ্দীন   সরকার   মামলার   বিষয়টি   নিশ্চত   করে জানান,   বাস   দুর্ঘটনায় নিহতদের স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ বা মামলা না করায় পুলিশ বাদি হয়ে এ মামলা করেছে। এ   ঘটনায়   এখনও   কাউকে   গ্রেপ্তার   করা   সম্ভব   হয়নি। 

উল্লেখ‌্য, শনিবার সকালে ভান্ডারিয়া  থেকে ছেড়ে আসা   বরিশালগামী বাশার স্মৃতি পরিবহন  নামক যাত্রবাহী বাসটি নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে পুকুরে পরে ১৭ যাত্রী নিহত এবং ৩৫ জনেরও বেশি যাত্রী আহত হন। এ ঘটনায় জেলা প্রশাসের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।