সেপ্টেম্বরে মাঠে গড়াবে এশিয়ার অলিম্পিক খ্যাত ‘এশিয়ান গেমস-২০২২’। এই গেমসের ফুটবল ইভেন্টে অংশ নিবে বাংলাদেশ নারী ও পুরুষ দল। আজ বৃহস্পতিবার চীনে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান গেমস ফুটবলের ড্র। ড্রতে বাংলাদেশ নারী ও পুরুষ উভয় দলই কঠিন গ্রুপে পড়েছে।
বাংলাদেশ নারী ফুটবল দল পড়েছে ‘ডি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী জাপান, ভিয়েতনাম ও নেপাল।
অন্যদিকে বাংলাদেশ পুরুষ ফুটবল দল পড়েছে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক চীন, ভারত ও মায়ানমার।
এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ২৩ সেপ্টেম্বর হলেও ফুটবল ইভেন্ট শুরু হবে ১৯ তারিখ থেকে। এবং ৭ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে।
পুরুষ বিভাগে ২৩টি এবং নারী বিভাগে ১৭টি দল অংশ নিতে যাচ্ছে।
পুরুষ বিভাগের ‘বি’ গ্রুপে আছে ভিয়েতনাম, সৌদি আরব, ইরান ও মঙ্গোলিয়া। ‘সি’ গ্রুপে আছে উজবেকিস্তান, সিয়ার, হংকং ও আফগানিস্তান। ‘ডি’ গ্রুপে আছে জাপান, ফিলিস্তিন ও কাতার। ‘ই’ গ্রুপে আছে দক্ষিণ কোরিয়া, বাহরাইন, থাইল্যান্ড ও কুয়েত। ‘এফ’ গ্রুপে আছে উত্তর কোরিয়া, ইন্দোনেশিয়া, কিরগিজস্তান ও চাইনিজ তাইপে।
মেয়েদের ফুটবল: গ্রুপ ‘এ’: চীন, উজবেকিস্তান ও মঙ্গোলিয়া। গ্রুপ ‘বি’: চাইনিজ তাইপে, থাইল্যান্ড ও ভারত। গ্রুপ ‘সি’: উত্তর কোরিয়া, সিঙ্গাপুর ও কম্বোডিয়া। গ্রুপ ‘ডি’: জাপান, ভিয়েতনাম, নেপাল ও বাংলাদেশ। গ্রুপ ‘ই’: দক্ষিণ কোরিয়া, হংকং, ফিলিপাইন ও মায়ানমার।