বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে মিন্টু রোডের মহানগর গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে বেলা সাড়ে ৩টার দিকে পুলিশের গাড়িতে করে নয়াপল্টন দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নামিয়ে দেওয়া হয়।
শনিবার (২৯ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
এর আগে, পুরান ঢাকার ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।
জানা গেছে, রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ চলাকালে গয়েশ্বর চন্দ্র রায় আহত হন। পরে তাকে আটক করা হয় এবং চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশলাইন্স হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।