খেলাধুলা

ভারত-পাকিস্তানসহ যে ৯ ম্যাচের সূচি বদলে গেল

আগেই জানা গিয়েছিল বিশ্বকাপের সূচিতে পরিবর্তন আসতে যাচ্ছে। অবশেষে সেই পরিবর্তন এনে আজ বুধবার নতুন সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ। আহমেদাবাদে এই ম্যাচটি হওয়ার কথা ছিল ১৫ অক্টোবর। কিন্তু সেটা একদিন এগিয়ে এনে ১৪ অক্টোবর করা হয়েছে।

দিল্লিতে আফগানিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি হওয়ার কথা ছিল ১৪ অক্টোবর। কিন্তু সেটা ২৪ ঘণ্টা পিছিয়ে এখন ১৫ অক্টোবর রোববার অনুষ্ঠিত হবে।

হায়দরাবাদে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১২ অক্টোবর বৃহস্পতিবার। সেটা দুইদিন এগিয়ে এনে এখন অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর মঙ্গলবার।

লক্ষ্ণৌতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১২ অক্টোবর বৃহস্পতিবার। সেটা এখন ২৪ ঘণ্টা পিছিয়ে ১৩ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে।

একইভাবে নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৪ অক্টোবর চেন্নাইতে। সেটি একদিন এগিয়ে এনে অনুষ্ঠিত হবে ১৩ অক্টোবর শুক্রবার। ম্যাচটি হবে দিবা-রাত্রির।

বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিপক্ষে ভারতের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১১ নভেম্বর। সেটি একদিন পিছিয়ে এখন ১২ নভেম্বর হবে।

ধর্মশালায় বাংলাদেশ ও ইংল্যান্ডের ম্যাচ হওয়ার কথা ছিল দিনের আলোতে। সেটি এখন অনুষ্ঠিত হবে দিবা-রাত্রির ম্যাচ হিসেবে।

আগামী ৫ অক্টোবর বৃহস্পতিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গেল আসরের ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। একই ভেন্যুতে ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।