বিনোদন

৬ রূপে আসছেন নাসির উদ্দিন খান

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ক্যারিয়ারে জনপ্রিয় বেশ কিছু নাটক-চলচ্চিত্র উপহার দিয়েছেন। বিজ্ঞাপন নির্মাণ করেও খ্যাতি কুড়িয়েছেন তিনি। ফের বিজ্ঞাপন নির্মাণ করলে ফারুকী। আর এবার তার সঙ্গী হয়েছেন সময়ের প্রশংসিত অভিনেতা নাসির উদ্দিন খান।

ফারুকীর নির্দেশনায় ছয় রূপে পর্দায় হাজির হতে যাচ্ছেন নাসির উদ্দিন খান। বাংলালিংক-এর ডিজিটাল বিনোদনের প্ল্যাটফর্ম টফি-এর বিজ্ঞাপন এগুলো। এসব তথ্য নিশ্চিত করেছেন ফারুকী নিজেই।

এ বিষয়ে মোস্তফা সরয়ার ফারুকী বলেন— ‘ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফি’র জন্য ছয়টি বিজ্ঞাপনের কাজ করলাম নাসির (নাসির উদ্দিন খান) ভাইকে নিয়ে। ছয় চরিত্রে ছয় নাসির! সিম্পল বাট ফান!’

ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছেন নাসির উদ্দিন খান। এবারই প্রথম মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় প্রথম দেখা যাবে নাসির উদ্দিন খানকে।

খুব শিগগির বিজ্ঞাপনগুলো ধারাবাহিকভাবে প্রকাশ হবে বলে জানিয়েছেন টফি কর্তৃপক্ষ।