বিনোদন

৪ দিনে ৪০০ কোটি ছাড়িয়ে রজনীকান্তের সিনেমার আয়

তামিল সিনেমার সুপারস্টার রজনীকান্ত। তার সিনেমা মানেই অন্যরকম উন্মাদনা। দীর্ঘ দুই বছর পর মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘জেলার’।

নেলসন দিলীপ কুমার নির্মিত এ সিনেমা গত ১০ আগস্ট বিশ্বব্যাপী ২ হাজার ৯০০ পর্দায় মুক্তি পেয়েছে। মুক্তির আগে যে উত্তাপ ছড়িয়েছিল, মুক্তির পর তা আরো বেড়েছে। ৪ দিনে ৪০০ কোটি টাকার বেশি আয় করেছে এটি।

বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, ‘জেলার’ সিনেমা মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী আয় করেছে ৯১.২ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ৫২.৯ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করেছে ৭৮.১৫ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করেছে ৮০ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ৩০২.১৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৪০০ কোটি ৬০ লাখ টাকার বেশি।

২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুক্তির আগে আয় করেছে ১২০ কোটি রুপি (নন থিয়েট্রিকাল)। এটি প্রযোজনা করেছেন কালানিথি মরন।

ডার্ক কমেডি ও অ্যাকশন ঘরানার ‘জেলার’ সিনেমায় রজনীকান্তের চরিত্রের নাম ‘টাইগার’ বা মুথুভেল পান্ডিয়ান। সিনেমাটিতে এক পুলিশ অফিসারের বাবার চরিত্রে অভিনয় করেছেন।  

সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে আরো অভিনয় করেছেন— জ্যাকি শ্রফ, মোহনলাল, শিবা রাজকুমার, বসন্ত রবি, তামান্না ভাটিয়া, সুনীল প্রমুখ।