খেলাধুলা

আল-হিলালে যোগ দিলে কতো টাকা পাবেন নেইমার?

প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি) হয়ে মৌসুমের প্রথম ম্যাচ খেলা হয়নি নেইমার দ্য সিলভা জুনিয়রের। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল তিনি ভাইরাল সমস্যায় ভুগছেন। কিন্তু হাড়ির খবর ছিল ভিন্ন। জানা গেছে, নেইমার সৌদি আরবের ক্লাব আল-হিলালের সঙ্গে দল-বদলের কাজ সারছেন। জানা গেছে দুই বছরের চুক্তিতে ৯০ মিলিয়ন ইউরোতে (৯৮.৫৩ মিলিয়ন ডলার) পিএসজি থেকে আল-হিলালে যোগ দিবেন ৩১ বছর বয়সী এই তারকা।

সৌদি প্রো লিগের ক্লাবটিতে যোগ দিলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর সমান বেতন পাবেন বছরে। অর্থাৎ আল-হিলাল থেকে নেইমার এক বছরে ২০০ মিলিয়ন ইউরো তথা ২১৯ মিলিয়ন ডলার পাবেন। যা আল-নাসরে খেলা পর্তুগীজ তারকা রোনালদোর সমান।

আল-হিলাল অবশ্য শুরু থেকেই বড় তারকাদের দলে ভেড়ানোর লক্ষ্য নিয়ে দল-বদলের মাঠে নেমেছিল। তারা লিওনেল মেসির জন্য ৪০০ মিলিয়ন দিতেও রাজি ছিল। কিন্তু মেসি সৌদি আরবে না এসে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন।

তাকে দলে ভেড়াতে ব্যর্থ হওয়ার পর তারা নেইমারের দিকে নজর দেয়। এখন দেখা যাক শেষ পর্যন্ত সাবেক বার্সেলোনার তারকাকে তারা দলে নিতে পারে কিনা। কারণ, পিএসজির নতুন কোচ লুইস এনরিক এমবাপ্পের পাশাপাশি নেইমারকেও রাখতে চাচ্ছেন দলে।

নেইমার ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে (২৪৩ মিলিয়ন ডলার) বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিল। গেল ছয় বছরে ফরাসি ক্লাবটির হয়ে ১৭৩ ম্যাচ খেলে নেইমার গোল করেন ১১৮টি। অ্যাসিস্ট করেন ৭৭টি। এ সময় তিনি পিএসজির হয়ে পাঁচটি ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা ও তিনটি কোপা ডি ফ্রান্স ট্রফি জিতেন। কিন্তু যে লক্ষ্যে পিএসজি তাকে দলে নিয়েছিল সেই চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি একবারও।