চট্টগ্রাম নগরের সিআরবিতে চট্টগ্রাম উত্তর বনবিভাগ ও জেলা প্রশাসন আয়োজিত বৃক্ষমেলায় কোটি টাকা মুল্যের দেড় লাখ চারা বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে ১৮ দিনব্যাপি বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান হয়।
চট্টগ্রাম উত্তর বনবিভাগীয় কর্মকর্তা এসএম কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ফরেস্ট্রি সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক এস এম গোলাম মওলা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী, উপকূলীয় বন বিভাগীয় কর্মকর্তা আব্দুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর বনবিভাগের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন।
চট্টগ্রাম উত্তর বনবিভাগ ও জেলা প্রশাসন আয়োজিত বৃক্ষমেলায় ৭০টি নার্সারির ও বন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নেয়। ফলজ, বনজ গাছের দেড় লাখ চারা বিক্রি হয়েছে বলে বন বিভাগ জানিয়েছে। যার মুল্য প্রায় এক কোটি টাকা। মেলায় অংশগ্রহণকারী স্টলের মধ্যে শ্রেষ্ঠ স্টলের পুরস্কার পেয়েছে কসমো নার্সারি, দ্বিতীয় হয়েছে আরণ্যক নার্সারি এবং তৃতীয় স্থান অর্জন করেছে ব্র্যাক নার্সারি।