পটুয়াখালীর বাউফলে বজ্রপাতে মৃত এক ব্যক্তির কবর থেকে দেহাবশেষ চুরি হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) রাতে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরব্যারোট গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে রাসেল হাওলাদার (২২) নামের এক জেলের মৃত্যু হয়। রাসেল চটব্যারেট গ্রামের বাসিন্দা ফিরোজ হাওলাদারের ছেলে। পরে তার লাশ চরব্যারেট গ্রামের সেকান্দার আলী খলিফা বাড়ির মসজিদের দক্ষিণ পাশে দাফন করা হয়।
শনিবার (১৯ আগস্ট) সকালে স্থানীয় রাসেলের কবরের মাটি খোঁড়া দেখতে পান। পরে কাছে গিয়ে দেখেন কবরের ভেতরে লাশ নেই। বিষয়টি জানাজানি হলে বিকেলে বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা কবরটি দেখতে আসেন।
চন্দ্রদ্বীপ ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার আফরোজা বানু বলেন, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কবর খুড়ে রাসেলের লাশ চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চন্দ্রদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক আলকাস মোল্লা বলেন, ঘটনাটি শুনেছি। গভীর রাতে কে বা কারা এ কাজ করেছে কিছুই জানা যায়নি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, এ বিষয়ে আমাদের কেউ কিছু জানায়নি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।