খেলাধুলা

বিশ্বকাপজয়ী নারী ফুটবলারের ঠোঁটে চুমু দিয়ে সমালোচনার মুখে স্পেনের সভাপতি

প্রথমবারের মতো নারী বিশ্বকাপের ফাইনালে উঠেছিল স্পেন। কেবল ফাইনালে ওঠেই ক্ষান্ত হয়নি তারা, দুর্দান্ত খেলে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ে। জার্মানির পর ফুটবল ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে স্পেনের নারী ও পুরুষ উভয় দল জিতলো বিশ্বকাপের শিরোপা।

ইংল্যান্ডকে ১-০ গোলে হারানোর পর চারদিকে যখন উৎসবের আলোকচ্ছটা। সবাই যখন উল্লাসে মাতোয়ারা সেই সময়ে ঘটে যায় একটি ঘটনা। যেটা ক্যামেরার চোখ এড়ায় না।

এ সময় স্পেন ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস উচ্ছ্বাস আর আবেগের বশবর্তী হয়ে দলের খেলোয়াড়দের আলিঙ্গন করতে থাকেন। এ সময় স্ট্রাইকার জেনিফার হারমোসোকে জাপটে ধরার পাশাপাশি ঠোঁটে চুমুও খেয়ে বসেন। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির সমালোচনার ঝড় ওঠে।

ফুটবলপ্রেমীরা থেকে শুরু করে স্পেনের মন্ত্রীরাও বিষয়টির সমালোচনা করেন। কেউ কেউ বিষয়টিকে যৌন নিগ্রহ বলেও উল্লেখ করেন।

বিষয়টি হারমোসোও পছন্দ করেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে এ বিষয়ে তিনি লিখেছিলেন, ‘আমি আসলে বিষয়টা উপভোগ করিনি।’

কিন্তু পরবর্তীতে ভোল পাল্টান। এক বিবৃতিতে বিষয়টিকে তিনি স্বাভাবিক বলে উল্লেখ করেন। নেতিবাচক দৃষ্টিতে দেখতে নিষেধ করেন।

তিনি বলেন, ‘আসুন এটি এড়িয়ে যাই এবং আনন্দটাকে উপভোগ করি। যারা এখানে ইতিবাচক কিছু দেখেন না তারা দয়া করে এটি নিয়ে কথা বলবেন না। এখানে খারাপ কিছু নেই। যারা বোকার মতো কথা বলছে তাদেরকে তাদের পাগলামি নিয়ে থাকতে দিন।’

এদিকে সভাপতি অবশ্য বিষয়টির জন্য ভুল স্বীকার করেছেন, ‘এটা আসলে ঠিক হয়নি। আমার ভুল হয়েছে। বিষয়টি স্বীকার করতেই হবে আমাকে। তবে এটি সম্পূর্ণ খারাপ উদ্দেশ্যহীন ছিল। সে সময় প্রচুর উচ্ছ্বাসের মধ্যে ছিলাম। সে সময় বিষয়টিকে আমরা সাভাবিকভাবে নিয়েছিলাম। কিন্তু বাইরে এটা নিয়ে সমালোচনা হচ্ছে।’

ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘আমি বিষয়টির জন্য ক্ষমা চাচ্ছি। এটা থেকে শিক্ষা গ্রহণ করছি। আমি বুঝতে পেরেছি আপনি যখন সভাপতি হবেন তখন আপনাকে আরও সতর্ক থাকতে হবে।’