ওয়নাডে বিশ্বকাপের আগে সবগুলো দলকে প্রস্তুতির বড় সুযোগ করে দিচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অংশগ্রহণকারী সবগুলো দল দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। ম্যাচগুলোর ভেন্যু ও সূচি চূড়ান্ত করে তা প্রকাশ করেছে আইসিসি।
২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ভারতের গৌহাটি, হায়দরাবাদ ও তিরুবনন্তপুরমে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের দুটি ম্যাচ হবে গৌহাটিতে। ২৯ সেপ্টেম্বর বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর একই মাঠে ২ অক্টোবর বাংলাদেশ মুখোমুখি হবে ইংল্যান্ডের। মূল মঞ্চে মাঠে নামার আগে এই ম্যাচগুলো ড্রেস রিহার্সাল হিসেবে দারুণ কাজে দিবে তা বলার অপেক্ষা রাখে না।
পঞ্চাশ ওভারের ম্যাচগুলো ওয়ানডের স্বীকৃতি পাবে না। প্রস্তুতি ম্যাচ বলে দলগুলো চাইলে ১৫ জন ক্রিকেটারকে ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে পারবে। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি:
২৯ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (বারসাপারা ক্রিকেট স্টেডিয়াম, গৌহাটি)।
দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান (গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, তিরুবনন্তপুরম) নিউ জিল্যান্ড বনাম পাকিস্তান (রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, হায়দরাবাদ)
৩০ সেপ্টেম্বর: ভারত বনাম ইংল্যান্ড (বারসাপারা ক্রিকেট স্টেডিয়াম, গৌহাটি)।
অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস (গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, তিরুবনন্তপুরম)।
২ অক্টোবর: বাংলাদেশ বনাম ইংল্যান্ড (বারসাপারা ক্রিকেট স্টেডিয়াম, গৌহাটি)।
নিউ জিল্যান্ড বানম দক্ষিণ আফ্রিকা (গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, তিরুবনন্তপুরম)।
৩ অক্টোবর: আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা (বারসাপারা ক্রিকেট স্টেডিয়াম, গৌহাটি)।
ভারত বনাম নেদারল্যান্ডস (গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, তিরুবনন্তপুরম)।
পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, হায়দরাবাদ)।