নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চার চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুপুর ২টা ৩০মিনিটে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. সাইফুর রহমান, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, জলঢাকা ডিমলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূরে আলম সিদ্দিকী, জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন- গয়াবাড়ী ইউনিয়নে শরীফ ইবনে ফয়সাল মুন (স্বতন্ত্র), খগাখরিবাড়ী ইউনিয়নে জাহাঙ্গীর আলম (নৌকা) এবং টেপাখরিবাড়ী ইউনিয়নে রবিউল ইসলাম সাহিন (স্বতন্ত্র)।
অন্যদিকে জলঢাকা উপজেলার গোলান ইউনিয়নে উপনির্বাচনে অধ্যক্ষ জাহেদ আলী (নৌকা) চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন।
এছাড়াও ডিমলা উপজেলার অনুষ্ঠিত তিন ইউপির নির্বাচিত সংরক্ষিত মহিলা আসনের ৯ জন সদস্য এবং ২৭ জন সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান নবনিযুক্ত ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরে আলম সিদ্দিকী।
গত ১৭ জুলাই নীলফামারীর ডিমলায় তিনটি ইউনিয়নে ও জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।