বেশ আগেই দলবদলের গুঞ্জন শোনা গিয়েছিল। দুই ক্লাবও সমঝোতায় পৌছেছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। সেটাও সেরে ফেললো ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ও ফ্রেঞ্চ লিগ ওয়ানের ক্লাব রেনে। বেলজিয়ামের তরুণ উইঙ্গার জেরেমি দোকু হয়ে গেলেন ম্যানসিটির।
দোকুর চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ম্যানসিটি। ক্লাবের ওয়েবসাইটে বৃহস্পতিবার দেওয়া বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সিটিজেনরা। পাঁচ বছরের চুক্তিতে দোকুকে দলে টেনেছে সিটি। তবে ট্রান্সফার ফির বিষয়ে কিছু না বললেও সূত্রমতে অঙ্কটা ৫ কোটি ৫৪ লাখ পাউন্ড।
ইংলিশ ক্লাবটির সঙ্গে পথ চলা শুরু করতে পেরে বেশ উচ্ছ্বাসিত দোকু। চুক্তিপত্রে স্বাক্ষর করে বেলজিয়ান তরুণ বলেন, ‘আমার জন্য এটি দারুণ একটি দিন। সিটি বিশ্বের সেরা দল, তাদের সঙ্গে যোগ দেওয়াটা বিশেষ কিছু।’
গেল মৌসুমে সিটির ট্রেবল জয় নিয়ে দোকু আরো বলেন, ‘গত মৌসুমে সিটির খেলা দেখা ছিল দারুণ আনন্দের। ফুটবলে ট্রেবল জেতা সবচেয়ে কঠিন এবং সেটাই তারা করেছে। কল্পনাও করতে পারবেন না, এই দলে যোগ দেওয়া কী রোমাঞ্চকর বিষয়।’
সিটি সমর্থকদের ভালো কিছু উপহার দিতে চান ২১ বছর বয়সী এই উইঙ্গার। এ ব্যাপারে দোকু আরো বলেন, ‘এখানে (ম্যানসিটি) শুরু করতে আমার আর তর সইছে না। আশা করি, এখানে সমর্থকদের আমি খুশি করতে পারবো।’
২০২০ সালের অক্টোবরে লিগ ওয়ানের ক্লাব রেনেতে যোগ দেন দোকু। এরপর থেকে দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯২টি ম্যাচ খেলে ১২টি গোল করেছেন। বেলজিয়াম জাতীয় দলের হয়ে ১৪টি ম্যাচ খেলে ২ গোল করেছেন সম্ভাবনাময় এই তরুণ।