লিওনেল মেসি ও নেইমার দ্য সিলভা জুনিয়রকে ‘অসভ্য’ বলে দুয়ো দিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) সমর্থকরা। এমনকি এই দুজন ক্লাব ছেড়ে চলে যাওয়ায় বেশ খুশিই হয়েছেন তারা। নিজেদের কর্মকাণ্ডে সেটাই বুঝিয়ে দিয়েছে পার্ক দে প্রিন্সেসের সমর্থকগোষ্ঠী।
বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) নাম লেখানোর পর থেকেই বেশ হাঁপিয়ে উঠেছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আগে থেকে একই অবস্থায় পড়েছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। বাধ্য হয়ে দুজনই ছেড়েছেন পিএসজি শিবির।
প্যারিস ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে নাম লিখিয়েছেন নেইমার। ক্লাব ছেড়ে যাওয়া নেইমারকে একহাত নিয়েছে পিএসজির সমর্থকগোষ্ঠী। লাসের বিপক্ষ ম্যাচে বিশাল ব্যানার নিয়ে এসেছিল তারা, ফারসিতে লেখা ছিল, ‘নেইমার: অবশেষে অসভ্যর হাত থেকে মুক্তি মিলেছে।’
এমনকি যুক্তরাষ্ট্রে যাওয়া মেসিকেও ছাড়েনি তারা। ইন্টার মায়ামির ড্রাইভ পিংক স্টেডিয়ামের বাইরে ব্যানার নিয়ে হাজির হয়েছিল। সেখানেও নেইমারের মতো একই লেখা মেসিকে উদ্দেশ্য করেও লিখেছে তারা, ‘মেসি: অবশেষে অসভ্যর হাত থেকে মুক্তি মিলেছে’।
নেইমার পিএসজির হয়ে ৬ মৌসুমে ৫টি ফ্রেঞ্চ লিগ ওয়ান সহ মোট ১৩টি শিরোপা জিতেছেন। মেসি ২ মৌসুমে জিতেছেন ২টি লিগ শিরোপা। তবে এদের কেউই চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে পারেনি।